শহীদেরা অমরঃ-
বন্ধুরা,
ইয়াহুদীদের ধারণায় ঈসা মাসীকে ফাঁসিতে ঝুলিয়ে তারা উল্লাস প্রকাশ করেছিল, ঠিক একই কায়দায় তাদের প্রেতাত্মারা দেশ প্রেমিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসিতে ঝুলিয়ে উল্লাস প্রকাশ করার আয়োজন সম্পন্ন করে যাচ্ছে।
জামায়াত নেতৃবৃন্দ যেভাবে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ঈমানী মযবুতের জানান দিচ্ছে,তা যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের খাঁটি কর্মীদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
জামায়াত নেতৃবৃন্দ হীনবল,ভীতু, কাপুরুষ ও মনমরা হয়নি বরং তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে একঝলক বিজয়ের হাসি হেসেছেন।
কারণ তারা ভালো করেই জানে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ পাক কতেক লোককে পছন্দ করে শহীদ হিসেবে বাছাই করে নিতে চান। স্বয়ং রাসুল সা আল্লাহর রাস্তায় বারংবার শহীদ হতে চেয়েছেন।
প্রহসনের বিচার করে হয়তো ষড়যন্ত্রকারী কিছু দিনের জন্য সুবিধা নিতে পারবে, কিন্তু এ দেশের ষোল কোটি মানুষের অন্তর সাক্ষী জামায়াত নেতৃবৃন্দ অপরাধী নয় বরং তাদেরকে পরিকল্পিত ভাবে অপরাধী বানিয়ে বিচার করা হচ্ছে।
আজকের এই অসম সমরে জামায়াত নেতৃবৃন্দ তোমাদের কাছে অসহায়, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমরা ও চুড়ান্ত হাকিমের আদালতে অসহায় ফিল করবে।
হে আল্লাহ, আমাদের হৃদয়ের রক্তক্ষরণের সবটুকু ব্যথা তোমার কুদরতি দরবারে পেশ করছি। হে আল্লাহ, দেশ প্রেমিক জামায়াত নেতৃবৃন্দের শাহাদাত কবুল করুন আমীন।
(মাওলানা মাসউদুর রহমান)
No comments:
Post a Comment