Thursday, 31 October 2019

একটি জীবনের জন্য মানবিক সাহায্যের আবেদন।

একটি জীবনের জন্য মানবিক সাহায্যের আবেদন।



---------------------------------------------------------
সংসারের চাহিদা মেটাতে বছরের পর বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে,  পরিশ্রমী ঘামঝড়া শরিরটায় কখন যে রোগে বাসা বেধেছে সে দিকে খেয়ালই করেনি প্রবাসী সফর আলী। প্রথমত শরীরে কেমন যেনো দানা দানার মতো উঠতে থাকে। পরে ক্রমান্বয়ে তা চর্ম রোগে   সারা শরিরটায় বড় বড় ক্ষত হতে থাকে।
  প্রবাসে শরীরে যন্ত্রনা নিয়ে কাতরাতে থাকে সফর আলী। বাংলার এক রেমিটেন্স যোদ্ধা স্থবির হয়ে যায়।
এমতাবস্থায় কোম্পানী তাকে দেশেপাঠিয়ে দেয়। বাড়িতে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সফর আলী।
   যে সফর আলী এক যুগের ও অধিক সময় ধরে দেশে টাকা পাঠিয়ে দেশের অর্থ নৈতিক অবস্থাকে সামান্য হলে ও উন্নতর দিকে নিয়েছে,  সে সফর আলী আজ স্তদ্ধ, যন্ত্রনায় কাতর।
 তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
  সফর আলীর পরিবার আর্থিক সাহায্যের আবেদন করেছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বিত্তশালী দের কাছে।
  আমাদের দোহার নবাবগঞ্জে ও রয়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পপতি।  তাদের কাছে ও সাহায্যের আবেদন করেছেন সফর আলীর পরিবার।
   আসুন আমরা সকলেই সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে একজন সফর আলীকে বাঁচিয়ে তুলি।
একজন প্রবাসি রেমিটেন্সের অকাল মৃত্যির হাত থেকে বাঁচাতে চেষ্টা করি।
 একটি ঝলমলে ভোর উদিত হতে চেষ্টা করি।
 মো সফর আলী
  পিতা হাসিম আলী
  গ্রাম তেলেঙ্গা
  পো কৈলাইল
  থানা নবাব গঞ্জ
  জেলা ঢাকা। যোগাযোগ করুন এটা বিকাশ নাম্বার008801824110860

No comments:

Post a Comment