Thursday, 31 October 2019

আওয়ামীলীগ করা সহজ নয়।

আওয়ামীলীগ করা সহজ নয়। 
আওয়ামীলীগ করতো আওয়ামী:প্রতিষ্ঠাকালীন সভাপতি: মাওলানা ভাসানি,  জেনারেল ওসমানি, ওনারা আওয়ামীগ করে মরতে পারেননি।  তাজউদ্দীন আহমেদ আওয়ামীলীগ করতেন, তিনিও আওয়ামীলীগ ত্যাগ করেছেন। তার ছেলে সোহেল তাজ মন্ত্রীত্ব ছেড়ে  এখন আওয়ামীলীগ থেকে দূরে।

শাহ মোয়াজ্জেম হোসেন,  নুরে আলম সিদ্দিক, শাহ জাহান সিরাজ, কট্টর আওয়ামীলীগ হওয়া সত্বেও আওয়ামী দাসত্বের শিকল ভেঙ্গে বেড়িয়ে গেছেন।

জাগপার সফিউল আলম প্রধান  জীবনের বড় অংশ আওয়ামীলীগের অনাচারের বিরুদ্ধে বারুদের মত জ্বলে উঠেছেন।

কোন ভদ্র মার্জিত সম্ভ্রান্ত বংশের লোকই আওয়ামীলীগে থেকে ইজ্জত বাঁচিয়ে রাজনীতি করতে পারেনি।
হয় তাদের চোর হতে হবে,  না হয় লুটেরা, মিথ্যাবাদি,  সন্ত্রাসী,  বাটপাড়,  ক্যাসিনো জুয়ারী,  ব্যাংক চোর,  ভোট চোর, পেঁয়াজ চোর,কম্বল চোর হতেই হবে।হতেই হবে।

কোন কিছু না হতে পারলেও  একজন আওয়ামীলীগারকে   অপদার্থ হতে হবে।
তাকে সত্য কথা  বলা, উচিত কথা  বলা , দেশের মানুষের কথা বলা থেকে বিরত থেকে নির্বোধের মত মাথা নত করে থাকতে হবে,।

তাকে বিচারক হলেও অবিচার করতে হবে,
অন্যায় রায় প্রদান করতে হবে।
প্রধান বিচারপতি হলেও  তাকে লাথি খেয়ে দেশ ত্যাগ করতে হবে।

একজন আওয়ামীকে হতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ পদের নিষ্ঠাবান  গোলাম।
 যাতে সে খুনিকে মাপ ও নির্দোষীকে শাস্তি প্রধান করতে সম্মতি দেয়।

মোট  কথা  যারা হাতুরী লীগ, হেলমেট লীগ, ধর্ষক লীগ,
চাপাবাজ, অভিনেত্রী, অঙ্গ ভঙ্গি, টিটকারী, দিতে পারবে।
 যারা ভারত  বন্ধনা করতে পারবে,
যারা ভারতের স্বার্থে আবরার  ফাহাদদের পিটিয়ে মারতে পারবে,

অনবরত  হিটলারের  মন্ত্রী  গোয়েবলসের  মত সত্যকে  মিথ্যা, আর মানি লোকদের চরিত্র হানি করে , তোষামোদে বড় হুজুরের পা চাটতে চাটতে পায়ের চামড়া তুলে ফেলতে পারবে,

তারাই   একমাত্র আওয়ামীলীগ করে মরতে পারবে।
তারাই হতে পারবে বিশ্বস্ত আওয়ামীলীগার।

No comments:

Post a Comment